বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিক তোফাজ্জল হোসেনের হত্যাকারীদর বিচার দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযাদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে ও রফিকুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই মানববন্ধন বক্তব্য রাখেন উপজলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী আব্দর রউফ, খলিলুর রহমান বিএসসি, শামীম আহাম্মেদ, এমদাদুল হক খসরু ও মানিক। স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযাগী সংগঠনর শত শত নেতা-কর্মী তাতে অংশ নেন।
মানববন্ধনকারীরা জানান, তোফাজ্জল হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে। তিনি পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে ভাড়ায় বসবাস করে রং মিস্ত্রীর কাজ করতেন। গত চার আগস্ট তিনি উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে যোগদান করেন। ওই সময় আওয়ামী সন্ত্রাসীরা তাকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।