ইউক্রেনীয় সেনাদের শিরোশ্ছেদ করার অভিযোগ, যা বলছে রাশিয়া

0

ইউক্রেনীয় সেনাদের শিরোশ্ছেদ করার অন্তত দুইটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইউক্রেন এই ঘটনার শক্ত প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ইউক্রেনীয় সেনাদের শিরোশ্ছেদের যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা ভয়াবহ। কিন্তু সর্বপ্রথম আমাদের এটার সত্যতা যাচাই করতে হবে। 

উল্লেখ্য, চলতি সপ্তাহে ইউক্রেনীয় সেনাদের শিরোশ্ছেদের দুইটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অপরাধীদের  শাস্তির প্রত্যয় ব্যক্ত  করেছেন। 

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে বলেন, ‘কিছু বিষয় আছে যা বিশ্বের কেউ এড়িয়ে যেতে পারে না। এসব পশুরা কত সহজে হত্যা করে!

তিনি আরও বলেন, ‘আমরা কোনো কিছুই ভুলে যাব না। হত্যাকারীদের আমরা ক্ষমাও করব না। সব কিছুর জন্য আইনগত দায়িত্ব-কর্তব্য রয়েছে। সন্ত্রাসের পরাজয় হওয়া প্রয়োজন।’ 

এই ঘটনাকে ইউক্রেনীয়রা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেটের সঙ্গে তুলনা করেছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here