মাগুরা শহরের পৌরসভার ইসলামপুর পাড়া ও নিজনান্দুয়ালী চরপাড়ার মাঝে নবগঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজের সংযোগ সড়কের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার সকাল ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, মোহাম্মদ মাহবুবুল আলম টিপু, আমির হোসেন, সুজন বিশ্বাসসহ অন্যরা।
বক্তারা বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১৯ সালের ৭ মে নবগঙ্গা নদীর উপর ব্রিজের কাজ শুরু হয়। ব্রিজ নির্মাণ শেষে ২০২০ সালের ৯ নভেম্বর এটি উদ্বোধন করা হয়। কিন্তু ব্রিজের দক্ষিণ পাশে বসবাসকারী জনৈক ব্যক্তি ব্রিজের মুখে সরকারি খাস জমিতে টিনের বেড়া দেয়ায় ব্রিজের সংযোগ সড়ক হচ্ছে না। ফলে এলাকার প্রায় ১০ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। ওই এলাকার বাসিন্দাদের শহরের প্রবেশ করতে ৩ কিলোমিরিটার ঘুরে আসতে হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত বেড়া অপসারণ করে মানুষের চলাচলের জন্য ব্রিজের সংযোগ সড়ক স্থাপন করতে প্রশাসনের প্রতি দাবি জাননে। পরে মানববন্ধকারীরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।