বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ফুয়াদ জমাদ্দারকে (৪৫)পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষরা কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। কাকচিড়া বাজারের গোলাম মাওলা জমাদ্দারসহ অন্তত ৭ জনের বিরুদ্ধে এ ঘটনায় অভিযোগ করেছেন আহত ফুয়াদ জমাদ্দারের স্বজনরা।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ওই বিএনপি নেতা ফুয়াদ জমাদ্দারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত গোলাম মাওলা জমাদ্দার (২৫) কাকচিড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউসুফ জোমাদ্দার ছেলে ও কাকচিড়া ইউনিয়ন আওয়ামী সমর্থক বলে জানা গেছে। আহত ফুয়াদ জোমাদ্দার একই এলাকার আ. হালিম জোমাদ্দারের ছেলে ও স্থানীয় বিএনপির নেতা।
ফুয়াদ জমাদ্দারের বোন মর্জিনা বেগম বলেন, পার্শ্ববর্তী বাসিন্দা গোলাম মাওলার নেতৃত্বে ধারালো রামদা দিয়া একের পর এক কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে আমার ভাইকে। এসময় গোলাম মাওলাকে বারবার অনুরোধ করলেও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তখন মাওলার নেতৃত্বে ৭ থেকে ৮ জন কুপিয়ে তাকে গুরুত্বর জখম করে।
কাকচিড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম নাসির উদ্দিন বলেন, আগে থেকেই ফুয়াদ জমাদ্দার ও গোলাম মাওলা জমাদ্দারের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে তারা সংগঠিত হয়ে বিএনপি নেতা ফুয়াদ জমাদ্দারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃব্যরত চিকিৎসক রাফিউল হাসান বলেন, তার শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের গুরুতর জখম রয়েছে। তার অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ফুয়াদ ও গোলাম মাওলাদের মধ্যে বিদেশে লোক পাঠানোর টাকা নিয়ে পূর্ব বিরোধ ছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।