নিজ আঙিনায় ব্যর্থতার জাল ছিড়তেই পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের মাঝপথে বদল হয়েছে কোচ। এরিক টেন হ্যাগকে সরিয়ে রুবেন আমোরিমকে কোচ করা হয়েছে। তরুণ মুখকে কোচ করা হলেও ধারাবাহিকতা আসছে না। এবার ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে আরও তলানিতে গেল রেড ডেভিলসরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার বিবর্ণ ইউনাইটেডকে ২-০ গোলে হারায় প্যালেস। ফরাসি ফরোয়ার্ড জ্যঁ ফিলিপ মাতেতা দুটি গোলই করেন দ্বিতীয়ার্ধে। অলিম্পিক স্টেডিয়ামে খেলতে নেমেছিল ইউনাইটেড। গত ম্যাচে তারা এই মাঠেই ব্রাইটনের বিরুদ্ধে ৩-১ গোলে হেরেছিল। ফলে এই ম্যাচে কামব্যাক করবে বলে আশা ছিল। কিন্তু সে গুড়ে বালি। ৩-১ গোলে হারের পর বদলা নেওয়া তো দূরের কথা, ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ গোলে হারতে হলো। সঙ্গে সমর্থকদের আরও একটা হতাশার রাত উপহার দিলেন ব্রুনো ফার্নান্দেসরা।
ইউনাইটেড শুরু থেকে গোলের জন্য ঝাঁপায়। ১৭ মিনিটে তারা প্রথম সুযোগ তৈরি করে। গোল লক্ষ্য করে প্রথম শট নেয়। কিন্তু শট নিলেই তো হবে না, গোল করতে হবে। সেটা আসেনি। পুরো নব্বই মিনিটে ইউনাইটেড মাত্র দুটি শট গোল লক্ষ্য করে নেয়। মোট শট ১৭টি। যারমধ্যে গোলে রইলো মাত্র ২টি। অন্যদিকে ক্রিস্টাল প্যালেস মোট ১১টি শট নেয় ও গোলে থাকে ৩টি এবং গোল আসে দুটি।
বলের দখল ইউনাইটেডের কাছে ৬৭ শতাংশ থাকলেও আসল কাজটা করতে পারেনি তারা। প্রথমার্ধে ক্রিস্টাল প্যালেস বেশ কয়েকটা ভালো সুযোগ তৈরি করে। গোল পায়নি। অবশেষে ৬৪ মিনিটে তারা প্রথম গোল পায়। ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানার মাথার উপর দিয়ে বল ক্রসবারে লেগে ফিরে যায়। মাতেতা ফাঁকা জালে বল জড়িয়ে দেন।
গোল খেয়ে ইউনাইটেড শোধ করার জন্য পাল্টা লড়াই করে। কিন্তু গোলের সামনে গিয়ে খেই হারাচ্ছিল। এই টানা ব্যর্থতার সঙ্গে যোগ হয় লিসান্দ্রো মার্তিনেসের চোট। এতে ক্রিস্টাল প্যালেসের আরও সুবিধা হয়। ৮৯ মিনিটে সেই মাতেতা শেষ গোলটি করেন।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এই নিয়ে ঘরের মাঠে মোট ৭টা ম্যাচে হারল ইউনাইটেড। ২৪ ম্যাচে ৮টা জিতে, ৫টা জিতে ২৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় রইল ১৩ নম্বর স্থানে।