সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

0

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এই সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন কর হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার, সাবেক সংসদ সদস্য এম আকবর আলী, সিমকি ইমাম খান, জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, যুগ্ম সম্পাদক নূর কায়েম সবুজ, উপদেষ্টা ডা. এম এ মুহিত, গোলাম সরোয়ার, রাকিবুল ইসলাম পাপ্পু, অধ্যাপক শামীম ও কনকচাপা।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে আস্থা ও বিশ্বাস করে আমার উপর দায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্ব আমি সততার সাথে পালন করবো ইনশাল্লাহ। এ জন্য বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here