চার বছর পর সিনেমায় ফিরেই বাজিমাত করেছেন শাহরুখ খান। তার অভিনীত পাঠান ভারতে ব্যাপক সাড়া ফেলেছে, আয়েও করেছে রেকর্ড। এই সিনেমার শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। খল চরিত্রে ছিলেন জন আব্রাহাম।
মুক্তির এক মাস পরও প্রেক্ষাগৃহে ‘পাঠান’ আমেজ অব্যাহত। এই অভাবনীয় সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের সামনে আবেগপ্রবণ হয়ে পডড়েছিলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ। এবার তাকে ভরসা জুগিয়েছেন দীপিকা। বলেছেন, ‘মানুষের ভালবাসাই সুদে-আসলে ফিরছে।’
দীপিকার মতে, ‘এই প্রার্থনার পিছনে কোনও যুক্তি নেই। শুধু ভালবাসা আছে। এমন একজন মানুষের প্রতি ভালবাসা, যিনি আমাদের দেশের জনপ্রিয় সংস্কৃতির অন্যতম অংশ।’