ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডিন্ট ভলোদিমির জেলেনস্কি।
চিঠিতে অতিরিক্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য অনুরোধ করেছেন জেলেনস্কি।
সম্প্রতি তিনদিনের সফরে ভারতে এসেছিলেন ইউক্রেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমিন জাপারোভা। তিনি ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে দেখা করে মোদীর উদ্দেশে লেখা জেলেনস্কির চিঠি হস্তান্তর করেন। পাশাপাশি ইউক্রেনে পরিকাঠামো তৈরির জন্য ভারতীয় সংস্থাগুলোকে আমন্ত্রণ জানান সেদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের পরিকাঠামোগত উন্নয়ন ভারতীয় সংস্থাগুলোর জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে।”
এদিকে ভারতে এসে ইউক্রেনের থেকে শিক্ষা নেওয়ার জন্য বলেন জাপারোভা। চীন-পাকিস্তানের দিকে ইঙ্গিত করে জাপারোভা বলেন, “কঠিন প্রতিবেশীদের কীভাবে সামলানো যায়, তা ক্রিমিয়া পরিস্থিতি দেখে শিখতে পারে ভারত।”
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নামে আগ্রাসন শুরু করে রাশিয়ার। এরপর এই প্রথম ইউক্রেনের কোনও মন্ত্রী ভারত সফরে করলেন। ভারতে এসে জাপারোভা বলেন, “ইউক্রেন সত্যিই চায় ভারত এবং ইউক্রেন ঘনিষ্ঠ হোক।” সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি