বান্দরবানের লামা উপজেলা থেকে ৭ শ্রমিককে অপহরণ করার অভিযোগ উঠেছে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকার একটি খামারবাড়ি থেকে তাদেরকে অপহরণ করা হয়।
লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, কে বা কারা এই অপহরণ করেছে সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে অপহৃতদের উদ্ধার করতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে সম্ভাব্য এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে।
স্থানীয় সূত্রগুলোর তথ্য অনুযায়ী, অপহৃত ৭ জনের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। তারা হচ্ছেন, মো. আলমগীর (৩৫), মো. নুরু (৫০), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) এবং ট্রাক চালক মো. জামাল (৩২)।
সূত্রগুলো জানায়, তারা সবাই জ্বালানি কাঠ ব্যবসায়ী মো. হেলালের কর্মচারী। কয়েকদিন আগে সন্ত্রাসীরা জ্বালানি ব্যবসায়ী হেলাল উদ্দিনের কাছে বিপুল অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে অপহরণের এই ঘটনা ঘটানো হয় বলে ধারণা করা হচ্ছে।
আরেকটি সূত্র জানায়, অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৭ লাখ টাকা দাবি করেছে। তবে এখনো তাদের মুক্তির বিষয়ে কোন অগ্রগতি হয়নি।