সুদানে কাঁচাবাজারে গোলাবর্ষণ-বিমান হামলা, নিহত ৫৬

0

গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমান এলাকায় একটি কাঁচাবাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ১৫৮ জন। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুদানে সক্রিয় প্যারামিলিটারি দল র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এ হামলার পেছনে জড়িত। আরএসএফের সদস্যদের বিরুদ্ধে দারফুরে ‘মানবতাবিরোধী অপরাধে’ জড়ানোর অভিযোগ রয়েছে।

সুদানের সংস্কৃতিমন্ত্রী ও দেশটির সরকারের মুখপাত্র খালিদ আল–আলেইসির হামলার নিন্দা জানিয়ে বলেন, হামলায় হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হামলার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে।

এক বিবৃতিতে খালিদ আল–আলেইসি বলেন, ‘এই অপরাধমূলক কাজ আরএসএফের রক্তপাতের রেকর্ডকে আরও বাড়িয়ে তুলেছে। এটা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ওমদুরমানের পশ্চিমাঞ্চল থেকে ওই কাঁচাবাজার লক্ষ্য করে গোলা ছোড়া হয়েছে। হামলাটি ড্রোন দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে ওমদুরমানের পশ্চিমাঞ্চল আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে।

হামলায় বেঁচে যাওয়া একজন সাংবাদিকদের বলেন, ব্যস্ত কাঁচাবাজারের মধ্যখানে একাধিক গোলা এসে পড়েছে। এ কারণে সেখানে হতাহত বেশি হয়েছে।

আরএসএফের পক্ষ থেকে এখনো হামলার দায় স্বীকার কিংবা অস্বীকার কোনোটাই করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here