ডা. জাফরুল্লাহ চৌধুরী সততা ও দেশপ্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত : নুর

0

সদ্য প্রয়াত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী সেইফ গার্ড হিসেবে সামনে ছিলেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী সততা ও দেশপ্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। দল-মত-নির্বিশেষে সবাই তার কাছে আসতেন। তিনি কাউকেই খালি হাতে ফেরাতেন না। দেশের এ সংকটে তাকে প্রয়োজন ছিল।

আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও ডায়ালিসিস সেন্টারের মেজর এ টি এম হায়দার বীর-উত্তম মিলনায়তনে সাংবাদিকদের এ কথা বলেন নুর। নুর বলেন, ডা. জাফরুল্লাহকে নিয়ে হুইলচেয়ারে করে আমরা আন্দোলন করেছি। কারণ আমাদের পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করবে, হামলা করবে। তিনি আমাদের সেইফ গার্ড হিসেবে সামনে ছিলেন। এটা আমরা অবশ্যই অনুভব করি। এটা বলার মতো না যে আমরা কি হারিয়েছি আমাদের সংকটে। আমরা আমাদের শক্তি-সাহসের জায়গা হারিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here