টানা তিন ম্যাচে ডাগআউটে কাটানো দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পেলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তবে তারা ফেরার ম্যাচেও চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) হারের বৃত্তে আটকে থাকা দিল্লি সুফল পায়নি। টানা ৪ ম্যাচেই হার দেখেছে তারা।
এদিন মুস্তাফিজের প্রথম স্পেল ভালো হলেও শেষ ওভারের কয়েকটি বল সেটিকে ম্লান করে দেয়। তবে ম্যাচ শেষে টাইগার পেসার মুস্তাফিজের প্রশংসা করেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলের প্রশংসা করে এই বাঁ-হাতি ওপেনার বলেন, ‘আগের তিন ম্যাচের তুলনায় এই ম্যাচে অনেক ইতিবাচক কিছু আছে বলে মনে করি। তবে আমাদের এতো দ্রুত উইকেট হারালে চলবে না। অক্ষরের চার নম্বরে ব্যাট করা উচিত, কেননা ও’ই আমাদের সংগ্রহটাকে বড় করেছে।’