পিরোজপুরের নাজিরপুরে ট্রলির চাপায় কামরুল শেখ নামের এক পথচারী কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কের মাটিভাঙ্গা কলেজ মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত কামরুল শেখ (৫৫) উপজেলা মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিন মাটিভাঙ্গা গ্রামের মৃত্যু সুলতান শেখের ছেলে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো: হামায়ুন কবির জানান, ঘাতক ট্রলি সনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।