ভারতের পাঞ্জাবে মিলিটারি স্টেশনে গোলাবর্ষণ, ৪ সেনা সদস্য নিহত

0

ভারতের পাঞ্জাবের ভাতিন্ড মিলিটারি স্টেশনের ভিতরে এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় চারজন সেনা সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার ভোররাতে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, ভোর ৪ টা ৩৫ মিনিটে মিলিটারি স্টেশনের ভিতরে অবস্থিত সামরিক কর্মকর্তাদের মেসের ভেতর গুলি চলে। ওই ঘটনায় নিহতদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে বন্দুকধারী দুর্বৃত্তরা সাধারণ পোশাকে ছিল বলে জানা গেছে। 

পাঞ্জাব পুলিশের এডিজি সুরিন্দার পাল সিং পারমার জানান, কোন জঙ্গি হামলা বা আত্মঘাতি হামলার যোগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে দুই অস্ত্রধারী ব্যক্তির সন্ধানে অভিযান চলছে।

ঘটনার পরেই সেনা নিবাসে পৌঁছে যায় কুইক রিয়াকশন টিম। গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সিল করা হয়েছে। 
 
পাঞ্জাব পুলিশ এবং গোয়েন্দা সূত্রের খবর এটি সন্ত্রাসবাদী হামলা বলে মনে হচ্ছে না। কোনো সেনা সদস্যই গুলি চালিয়েছে বলে মনে হচ্ছে। কয়েকদিন আগেই ভাতিণ্ডা মিলিটারি স্টেশনের আর্টিলারি বিভাগের গার্ড রুম থেকে একটি ইনসাস অ্যাসল্ট রাইফেল ও ২৮ রাউন্ড কার্তুজ নিখোঁজ হয়ে যায়। সেই রাইফেলটি এই গুলি চালানোর ঘটনায় ব্যবহার করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

মনে করা হচ্ছে, সামরিক কর্মকর্তাদের মধ্যেই কোনো বিবাদের কারণেই গুলি চলতে পারে। সেনা নিবাসের ভিতরে পুলিশকে প্রবেশ করতে দেওয়া হয়নি। 

ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ-পশ্চিম কমান্ডের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘বুধবার ভোর ৪.৩৫ মিনিট নাগাদ ভাতিণ্ডা মিলিটারি স্টেশনের ভিতর গুলি চলার ঘটনা ঘটেছে। এতে আর্টিলারি বিভাগের চার জওয়ানের মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এছাড়া অন্য কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে কুইক রিঅ্যাকশন টিম পৌঁছে গেছে। তল্লাশি অভিযান চলছে।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here