ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে ‘তারুণ্য উৎসব-২০২৫’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বাংলাদেশি ও পাকিস্তানি তরুণরা অংশগ্রহণ করেন। উৎসবের স্লোগান ছিলো ‘চলো দেশ বদলাই, পৃথিবী বদলাই।’
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আমব্রিন জান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশ ও পাকিস্তানের তরুণ-তরুণী, শিক্ষার্থী, কূটনীতিক এবং হাই কমিশনের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশি ও পাকিস্তানি প্রতিভাবান তরুণ শিল্পীরা অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।
প্রধান অতিথি, সম্মানিত অতিথি, হাই কমিশনার এবং বাংলাদেশের তরুণ প্রতিনিধিরা তাদের বক্তব্যে বৈষম্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।