ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত সাড়ে ৮ হাজার বেসামরিক মানুষ মারা গেছেন বলে দাবি করেছে জাতিসংঘ। নিহতের বেশিরভাগই ইউক্রেন সরকার নিয়ন্ত্রিত অঞ্চলের। তাদের মধ্যে দোনেৎস্ক ও লুহানস্কের ৩ হাজার ৯২৭ জন মারা যাওয়ার তথ্য রয়েছে।
মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ওএইচসিএইচআর বিশ্বাস করে যে, এই সংখ্যা বিবেচনামূলকভাবে বেশি হতে পারে। কেননা তীব্র সংঘাত চলায় কিছু স্থান থেকে তথ্য আসতে দেরি হয়েছে এবং কিছু তথ্য এখনও স্থগিত রাখা হয়েছে।
সূত্র : রয়টার্স।