নারায়ণগঞ্জে পলি কারখানায় আগুন

0

নারায়ণগঞ্জের ফতুল্লায় আতশবাজির আগুন থেকে একটি পলি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে ফতুল্লার লালপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, ফতুল্লার পঞ্চবটি এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের চায়না প্রকল্পের অভ্যন্তরে একটি জন্মদিনের অনুষ্ঠানে প্রচুর পরিমাণ আতশবাজি ফুটানো হয়। সেই আতশবাজির আগুন পাশের এলাকা লালপুরে অবস্থিত একটি পলি কারখানায় ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যেই টিনসেড কারখানাটির চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। 

কারখানার মালিক সুমন মিয়া বলেন, আতশবাজির আগুনের স্ফুলিঙ্গ পড়ে কারখানার এক পাশে আগুন লাগে। ভেতরে পলিথিন তৈরির দানা, কার্টন ও সুতা থাকায় আগুন অল্পতেই ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। সেই সাথে সোয়া ২টার দিকে আমরা আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, আশেপাশে পুকুর না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পোহাতে হয়েছিলো। আগুনে কারখানার মজুতকৃত পলি, কার্টন ও কাঁচামাল পুঁড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে। যতটুকু শুনেছি পাশের একটি জন্মদিনের অনুষ্ঠানের আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here