নীলফামারীতে জেঁকে বসেছে শীত

0

নীলফামারীতে জেঁকে বসেছে কুয়াশা ও শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জনপদ। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে টিপটপ বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। ফলে বাইরে লোকজনের চলাচল নেই বললেই চলে।

চারদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে জেলার জনপদে নদী অববাহিকায় কুয়াশা আরও বেশি। দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশার সঙ্গে বইছে তীব্র হিম বাতাস। হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষ কিছুটা কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে জেলার হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন ঠাণ্ডাজনিত রোগে আক্রন্তের সংখ্যা।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, বুধবার (২৯ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) ৫০ মিটার।

তিনি বলেন, বিমান চলাচলের জন্য ২০০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন। দুপুরের পর আকাশ পরিষ্কার হলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে পেরে সৈয়দপুর বিমানবন্দরে। শীতের আবহাওয়ার কারণে সকালে কোনো ফ্লাইট নেই বেলা সোয়া ১১টার দিকে বিমান চলাচল শুরু হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here