আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৭২ রান তুলেছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। ১৯ ওভার চার বলে সব কয়টি উইকেট হারিয়ে এ রান তোলে দিল্লি। জেতার জন্য মুম্বাইয়ের প্রয়োজন ১৭৩ রান।
মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি দিল্লি। নিয়মিত উইকেট হারাতে থাকে। ৯৮ রানে পাঁচ উইকেট হারালেও এক পাশে আগলে রাখেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
এদিন দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজ। এর আগে তার না খেলা প্রথম তিন ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি দিল্লি। একই অবস্থা মুম্বাইয়েরও। তিন ম্যাচের প্রতিটিতেই হেরেছে তারা। তাই দুই দলই আজ নেমেছে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে।