কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় দুইজনের যাবজ্জীবন

0

কক্সবাজারে ছয় হাজার ইয়াবা পাচারের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক (ভা.) নিশাত সুলতানা সোমবার এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ জুলাই বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কে র‌্যাব-১৫-এর একটি টিম অভিযান চালায়। এসময় মোটরসাইকেল আরোহী মো. জহির (২৬) ও মো. হাসানকে আটক করে। পরে তদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১৫ এর নায়েব সুবেদার মো. ফিরোজ আহমদ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. জহির ও মো. হাসানকে আসামি করে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি মামলাটি বিচারের জন্য আদালতে চার্জ (অভিযোগ) গঠন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here