পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্দ্বীপ সমিতি ইতালির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইতালির রাজধানী রোমের তরপিনাত্তারা মুসলিম সেন্টার মসজিদে সাত শতাধিক মুসল্লির অংশগ্রহণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সন্দ্বীপ সমিতি ইতালির ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ শাহী ও সাধারণ সম্পাদক নূর ইসলাম পান্নার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে মানব জীবনে রমজানের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করেন মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজী। এতে রোমের রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সাত শতাধিক মুসল্লির সমাগম ঘটে।
ইফতার মাহফিলে সন্দ্বীপবাসীসহ বিশ্ব মুসলীম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।