ক্যামেরার সামনে ফিরতেই রিয়ার চ্যালেঞ্জ

0

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর হাজারও বিতর্ক তাকে ঘিরে। অভিনেতার মৃত্যুর পর হাজতবাস হয় রিয়া চক্রবর্তীর। মাঝে প্রায় ৩ বছর কোনও কাজ করতে দেখা যায়নি তাকে। এবার স্ব-মহিমায় ফিরছেন তিনি। ক্যামেরার সামনে আসতেই চ্যালেঞ্জ ছুড়লেন অভিনেত্রী। বললেন, “কী ভেবেছিলেন আপনার আমি আর ফিরব না?”

সুশান্তের মৃত্যুর পর ক্রমাগত কটাক্ষের মুখে পড়তে হয়। অভিনেতার মৃত্যুর পর রিয়ার উপর আঙুল তোলেন সুশান্তের পরিবার। 

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। তিনি বলেন, “কী ভেবেছিলেন আমি ফিরব না? ভয় পেয়ে যাব? ভয় পাবে এবার অন্য কেউ।”

চলতি সিজনে রোডিজ-এর একেবারে ভোলবদল হতে চলেছে। রণবিজয় সিংয়ের জায়গা নিচ্ছেন সোনু সুদ। বদলে যাচ্ছে গ্যাং লিডাররাও শুধু থাকছেন প্রিন্স নারুলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here