মালদ্বীপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করল বাংলাদেশ হাইকমিশন

0

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানী মালের থ্যালাসেমিয়া সেন্টারে মালদ্বীপ ব্লাড সার্ভিসের সহযোগিতায় মিশনের কর্মকর্তা-কর্মচারীসহ ৫০ জন প্রবাসী বাংলাদেশি নাগরিক রক্তদান করেন।

এ সময় মানবিক কাজে উদ্বুদ্ধ করতে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণকারীদের হাইকমিশনের পক্ষ থেকেই সনদপত্র ও উপহার দেওয়া হয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। 

তিনি বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এসময় তিনি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান ও এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রবাসীদেরকে মালদ্বীপের আইন কানুন মেনে চলা, স্বাস্থ্যের প্রতি যত্নবান এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় দোতালয়ের থার্ড সেক্রেটারি মো. জিল্লুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মিস শিরিন ফারহানা, কন্সুলার সহকারি মো. ইবাদ উল্লাহ ও মো. ময়নাল হোসেন, কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন, বাত্রা বাহক আবু রায়হানসহ সকল কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here