নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব জনগণ দিবে বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।
মঙ্গলবার ঢাকা-১৪ আসনের অন্তর্গত ৭ নং ওয়ার্ডের ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার শাড়ি-লুঙ্গী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার মিডিয়াবান্ধব সরকার। শেখ হাসিনা সরকারের আমলে গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করছে, অতীতে কোনও সরকারের আমলে গণমাধ্যম এমন স্বাধীনতা ভোগ করতে পারেনি।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বর্তমান বিশ্বে গণতান্ত্রিক শাসনব্যবস্থার একজন রোল মডেল উল্লেখ করে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক শাসনব্যবস্থার মাধ্যমে বাংলাদেশকে একটি অপ্রতিরোধ্য অগ্রযাত্রার দেশে পরিণত করেছেন। সেই আজন্ম গণতান্ত্রিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে কিছু কিছু বিদেশি শক্তি গণতন্ত্র শিখাতে চান এটা হাস্যকর ছাড়া আর কিছুই না! বরং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার থেকে গণতন্ত্র শিক্ষা নিতে পারে সেই বিদেশি শক্তি সমূহ।
বাংলাদেশের জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশি বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করেন নিখিল।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর সভাপতিত্বে ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রুবেল সরদারের সঞ্চালনায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, মিরপুর থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এম কে উদ্দিন রাজা, বৃহত্তর মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি বশির আহম্মেদ, রুপনগর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফজিলাতুন্নেছা, ৭ নং ওয়ার্ড ১৭ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সুলতান আহম্মেদ, ১৬ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, ১৫ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন রিপন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সুমন, ৭ নং ইউনিট আওয়ামী লীগ সভাপতি জি এম ফারুক, ১১ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ইস্কান্দার, ১০ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রব, ৫ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস কুদ্দুস, ২ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, ৭ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান হোসেন, ১৮ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি লায়ন এইচ এম নুরুল হক সহ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।