সাবালেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ম্যাডিসন কেইস

0

আরিনা  সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কেইস। ২৯ বছর বয়সী কিসের এটিই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম।

এর আগে ২০১৭ সালে ইউএস ওপেনের ফাইনাল খেলেছিলেন কেইস। সেবার স্লোয়ান স্টিফেনসের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়নি তার।

sabalenka
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারের পর আরিনা সাবালেঙ্কা। সংগৃহীত ছবি 

তবে এবার দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন শিরোপাজয়ী ও বিশ্বের নাম্বার ওয়ান আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে গ্রান্ডস্লাম জিতে নেন। 

মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে ২৯ বছর বয়সী আমেরিকান টেনিস তারকা ম্যাডিসন কেইস সাড়া জাগানো পারফরম্যান্স দেখিয়ে সাবালেংকাকে ৬-৩, ২-৬, ৭-৫ ব্যবধানে পরাজিত করে। 

এই জয়ের মাধ্যমে তিনি সাবালেংকার অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয়বার শিরোপা জয়ের স্বপ্নকে শেষ করে দিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here