পবিত্র শবে কদরের ছুটির পর দিন ২০ এপ্রিল ঈদের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ এপ্রিল সাধারণ ছুটি এবং ঈদ পরবর্তী অফিস সময়সূচির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া ঈদ পরবর্তী সময়ে দেশের সব সরকারি, আদা-সরকারি, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
এতে আরও বলা হয়, জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের আগে শবে কদরের ছুটি ১৯ এপ্রিল বুধবার। তার পর দিন ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা। এই একদিন ছুটি থাকলে ২৯ রোজা ধরে পাঁচ দিন ছুটির দাবি জানানো হচ্ছিল বিভিন্ন মহল থেকে। মন্ত্রিসভা বৈঠকেও তা আলোচনায় আসে।
একদিন বাড়তি ছুটি ঘোষণা করায় রোজারওপর ভিত্তি করে এবারের সরকারি ছুটি পাঁচ বা ছয় দিন হবে।