খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে (২৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৯টার দিকে নগরীর গোবরচাকা তেঁতুলতলার মোড়ে এ ঘটনা ঘটে।
অর্ণব কুমার সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করেন।
জানা গেছে, অর্ণব কুমার তেঁতুলতলা মোড়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পাশে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাকে কয়েকজন দুর্বৃত্ত ঘিরে ধরে এবং তার মাথায় গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহত অর্ণব কুমার বানরগাতি ইসলাম কমিশনার মোড় এলাকার নিতেশ কুমার সরকারের ছেলে। পরিবারের দাবি, অর্ণব কোনো ধরনের রাজনীতি বা স্থানীয় কোন্দলে জড়িত ছিলেন না। তার সঙ্গে এ ধরনের ঘটনা তারা বিশ্বাস করতে পারছেন না।
এদিকে হত্যাকাণ্ডের পর ‘গুলিতে ছাত্র সমন্বয়কের মৃত্যু হয়েছে’- এমন তথ্য প্রচার হতে থাকে। এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি আহমেদ হামীম রাহাত জানান, অর্ণব কুমার খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তবে, তিনি সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন না। তিনি ছাত্র সমন্বয়ক ছিলেন না এবং এই ঘটনার সঙ্গে ছাত্র আন্দোলনেরও কোনো সম্পর্ক নেই।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।