এমন ম্যাচ আবার কবে হবে কেউ জানে না: লিটন

0

প্রথমবারের মতো আইপিএল খেলতে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিয়েছেন টাইগার ওপেনার লিটন দাস। সোমবার দুপুরে কেকেআরের ভেরিফাইড ফেসবুক পেইজে লিটন দাসের একটি ছবি দিয়ে ক্যাপশনে তারা লিখেছে, ‘পৌঁছে গেছে, লিটন দা।’

সেখানে পৌঁছানোর পর বেশ সাড়া জাগিয়েই লিটনকে বরণ করতে দেখা যায় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে। পৌঁছানোর পরই অবশ্য শেষ ম্যাচের জয়ের নায়ক রিংকু সিংয়ের অবিশ্বাস্য ব্যাটিং নিয়ে কথা বলেছেন লিটন।

পরবর্তীতে প্রশ্নকর্তা বলেন, রিংকু আগের দিনেও কয়েকটি রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছে লিটনের জবাব, ‌‘হ্যাঁ ও ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে।’

শেষ ম্যাচে ১ ওভারে ৩১ রান তুলে জয় পাওয়া কলকাতার এই ম্যাচটা এবারের আইপিএলের প্রথম ১০টা সেরা খেলার একটা কি না এমন প্রশ্নে লিটনের উত্তর, ‘মনে তো হচ্ছে। এরকম তো কখনো হয়নি যে এক ওভারে ৩০ এবং ৫..২৯ মতো ৫ বলে ২৮ পাঁচটা ৬ খুব রেয়াললি দেখা এটা ক্রিকেটে। এটা আবার কবে হবে কেউ জানে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here