দেশময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে পল্লি চিকিৎসকের মৃত্যুBy AmarNews.com.bd - April 11, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় টিভির এন্টেনা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। নিহত হাবিবুর রহমান (৪০) পালোয়ান একই গ্রামের বাসিন্দা। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুড়াকান্দুলিয়া ইউনিয়নের চরেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।