বরিশালে অটোরিকশা চাপায় শিশু নিহত

0

বরিশাল নগরীতে চিপস কিনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছেন। বুধবার দুপুরে নগরীর বিএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে কোতয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন। 

এদিকে এ ঘটনার পর বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীর সড়ক অবরোধ গতিরোধক নির্মানসহ বিভিন্ন দাবি জানিয়েছেন। এছাড়াও বিএম কলেজের সামনে ফুটপাত দখল করে গড়ে উঠা ভ্রাম্যমান দোকান সরিয়ে দেয়া হয়েছে। 
নিহত জান্নাতুল মাওয়া (১০)পটুয়াখালী শহরের ফৌজদারী পোল এলাকার বাসিন্দা মো. নিজামউদ্দিনের কন্যা। পটুয়াখালী শহরের একটি মাদ্রাসার পঞ্চম শ্রেনীর ছাত্রী সে। 

বরিশাল মহানগর পুলিশের বগুড়া পুলিশ ফাড়ির ইনচার্য এসআই শফিকুল ইসলাম বলেন, বিএম কলেজের সামনে স্বজনের বাসায় বেড়াতে এসেছিলো জান্নাত। রাস্তার পাশের দোকান থেকে চিপস কিনে পার হচ্ছিলো সে। এমন সময় একটি অটোরিক্সা এসে পড়ে। শিশুকে রক্ষায় ব্রেক দেয়া হলে অটোরিক্সা উল্টে যায়। অটোরিক্সার নিচে চাঁপা পড়ে গুরুতরভাবে আহত হয় মাওয়া। শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ নেই। তাই তারা বিনা ময়না তদন্তে লাশ নিয়ে গেছে। এদিকে এ ঘটনার পর বিএম কলেজের শিক্ষার্থীরা ব্যস্ততম সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। তাদের সাথে অংশ নেয় এলাকাবাসী ও শিক্ষকরা। 
বিএম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহাবুদ্দিন বলেন, বেপরোয়া গতির হলুদ অটোরিক্সার চালকের কারণে বিএম কলেজের সামনের সড়কে ১০ বছরের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। তাই আমরা ২৪ ঘন্টার মধ্যে অটো চালককে আইনের আওতায় আনা, ক্যাম্পাসের সামনে সকল ফুটপাত দখলমুক্ত করা, ক্লাস চলাকালীন সময়ে বিকল্প রাস্তার ব্যবস্থা করা, নথুল্লাবাদ থেকে নতুনবাজার পর্যন্ত সড়কে যানবাহনের গতিসীমা নির্ধারণ, নির্দিষ্ট দূরত্বের পরপর গতিরোধ ও ডিভাইডারের ব্যবস্থা করা, কলেজের সামনের  ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানো বন্ধ করার দাবি জানানো হয়। 
তাৎক্ষনিকভাবে কলেজের সামনের ফুটপাত ও সড়ক দখল করে বসানো দোকান উচ্ছেদ করাসহ সকল দাবি মেনে নেয়ার আশ্বাসে এক ঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা বলে কোতয়ালী মডেল থানার ওসি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here