ময়মনসিংহের ফুলপুরে ২২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রবিবার দিবাগত রাত পৌনে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর বাখাই এলাকা থেকে আটক করে সোমবার (১০ এপ্রিল) তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, এই দুই মাদক কারবারি মোটরসাইকেলে করে ইয়াবাসহ হালুয়াঘাট থেকে ফুলপুরের দিকে আসছিল এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে ও সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদারসহ ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে এসআই জাহিদ হাসান সর্ঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ঠাকুর বাখাই নামক স্থান থেকে তাদের আটক করে। এসময় তাদের নিকট থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা দুজনই পুরান মাদক কারবারি। এদের নামে নকলা থানাসহ বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে। সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।