টিকটক হু হু করে বাড়ছে ডিলানের অনুসারী

0

ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের দুনিয়ায় এক সপ্তাহ আগে পা রেখেছিলেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী বব ডিলান। এরপরই ঈশ্বরকে ডেকে তিনি বলেছিলেন, তাকে বোধহয় ‘চলে যেতে হচ্ছে’। কারণ দেশটিতে ওই সময় টিকটকের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল। 

এখন সেই শঙ্কা কেটেছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিকটককে ছাড় দিতে নির্বাহী আদেশ জারি করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটির সেবা চালু হয়েছে। আর বিপুল সংখ্যক ব্যবহারকারীর মধ্যে একজন হয়ে থাকছেন গানের কবি অস্কার জয়ী শিল্পী বব ডিলান।

মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ‘লাইক আ রোলিং স্টোন’, ‘নকিং অন হেভেনস ডোর‘ এবং ‘হারিকেন’ এর মত গান ব্যবহার করে ভিডিও বানিয়ে টিকটকে প্রবেশ করে এই অ্যাপ ব্যবহারকারীদের নজর কাড়েন ৮৪ বছর বয়সী এই শিল্পী।

প্রথম দিন ৫০ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করার একদিনের ব্যবধানে দ্বিতীয় ভিডিও ছাড়েন ডিলান। ছয় সেকেন্ডের সাদাকালো ওই ভিডিওতে ডিলান বলেন, “ভালোই তো, হায় ঈশ্বর, আমাকে এখনই চলে যেতে হবে।“

টিকটকে যুক্ত হওয়ার ডিলানের ভক্ত অনুসারীরা আনন্দের পাশাপাশি বিস্মিতও হয়েছেন। হু হু করে বাড়ছে ডিলানের অনুসারীর সংখ্যাও। সোশাল মিডিয়ায় ডিলানের উপস্থিতি নতুন নয়। তিনি ২০০৯ সালে যোগ দেন এক্সে। সেখানে নিজের চিন্তা, খবর এবং বিভিন্ন প্রচারণামূলক পোস্ট শেয়ার করেন ডিলান।

এছাড়াও ডিলানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও রয়েছে, যেখানে তিনি তার দীর্ঘ সংগীতজীবনের নানান মুহূর্ত শেয়ার করেন। এর মধ্যে বব ডিলানকে বোনা গল্পের সিনেমা ‘আ কমপ্লিট আননোন’ গেল বছর মুক্তি পেয়েছে বড়দিনে। নির্মাতা জেমস ম্যানগোল্ডের পরিচালনায় বব ডিলানের এই বায়োপিকে তার ভূমিকায় অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় তারকা টিমোতে শ্যালামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here