বরিশালে দুই বংশের সংঘর্ষে একজন নিহত, নিখোঁজ ১

0

বরিশালের মুলাদী উপজেলার বাটামারা এলাকায় দুই বংশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় একজন নিখোঁজসহ আরও আহতের প্রাথমিক খবর পাওয়া গেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল সোমবার দিবাগত রাত একটায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আরও জানান, ওই ইউনিয়নের চয়কা গ্রামের হাজী ও আকন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যার পর আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে রাতে লাঠিশোটা ও ধারালো অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে হেলাল ব্যােপারী নামে একজন ঘটনাস্থলে নিহত এবং বেশ কয়েকজন আহত হন। কামাল ব্যাপারী নামে আরও একজন নিখোঁজ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here