ইয়াবাসহ আটক ছাত্রদল নেতাকে অব্যাহতি

0

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ আটক হওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহান মোল্লাকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোপালগঞ্জ জেলাধীন টুঙ্গিপাড়া উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহান মোল্লাকে সংগঠন বিরোধী কর্মকাণ্ড করার জন্য যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যহতি প্রদান করা হইলো। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে যুগ্ম আহ্বায়ক সোহান মোল্লার সাথে সাংগঠনিক কোন কর্মকাণ্ড না করার জন্য অনুরোধ করা হইলো।

এর আগে সোমবার (২০ জানুয়ারী) ভোররাতে উপজেলার গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবাসহ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহান মোল্লাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ঐদিন বিকালে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে আদালতের মাধ্যমে ছাত্রদল নেতা সোহানকে জেল হাজতে পাঠানো হয়।

এবিষয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সংগঠন বিরোধী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেয়া হবে না। যে কারণে সোহান মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। মাদকের সাথে সংশ্লিষ্ট কারো স্থান ছাত্রদলে হবে না বলেও জানান তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here