রাশিয়াকে দোষারোপ করা আমেরিকার নতুন রোগ : মস্কো

0

মস্কো সম্পর্কে আমেরিকার নতুন দাবির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

সোমবার দিমিত্রি পেসকভ এক প্রতিক্রিয়ায় বলেন, রাশিয়াকে দোষারোপ করা আমেরিকার একটা রোগ হয়ে দাঁড়িয়েছে।

ওই দাবির প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে, পশ্চিমারা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় যেখানেই যা কিছু ঘটে সবকিছুর জন্য রাশিয়াকে দোষারোপ করতে অভ্যস্থ হয়ে গেছে। এটা আমেরিকার একটা রোগে পরিণত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ওপর মার্কিন গোপন নজরদারি প্রসঙ্গেও কথা বলেন পেসকভ। 

রুশ প্রেসিডেন্টেন এই মুখপাত্র আরও বলেন, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের প্রধানদের বিশেষ করে ইউরোপীয় রাজধানীগুলোরও নজরদারি চালিয়ে আসছে। এই ঘটনা বহুবার প্রমাণিত হয়েছে। সুতরাং জেলেনস্কির ওপর নজরিদারির বিষয়টি আমেরিকা প্রত্যাখ্যান করতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি ফাঁস হওয়া পেন্টাগনের নথি প্রমাণ করছে আমেরিকা কেবল তার শত্রু কিংবা প্রতিদ্বন্দ্বীর ওপরই গুপ্তচরবৃত্তি করেনি বরং তার মিত্রদের ওপরও গুপ্তচরবৃত্তি করতে ছাড়েনি। 

সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here