এনামুলের সেঞ্চুরিও জেতাতে পারল না রাজশাহীকে

0

এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিও জেতাতে পারল না দুর্বার রাজশাহীকে। ২০৯ রানের জবাবে খেলতে নেমে ২০২ রান তুলতে পারে দলটি। এতে ৭ রানের জয় পায় খুলনা টাইগার্স।

রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছেন দুই ওপেনার নাইম শেখ ও মেহেদী হাসান মিরাজ। চতুর্থ ওভারে নাইম শেখকে ২৭ রানে ফিরিয়ে রাজশাহীকে প্রথম উইকেট এনে দেন জিশান আলম। 

পরের ওভারে তাসকিনের বলে পরপর দুই ছক্কা হাঁকিয়ে তৃতীয় বলে আউট হন মিরাজ। আউট হওয়ার আগে ১৩ বলে ২৬ রান করেন তিনি। পরে চারে নেমে কিছু করতে পারেননি অস্ট্রেলিয়ান অ্যালেক্স রস। ৬০ রানে ৩ উইকেট নিয়ে পাওয়ার প্লে শেষ করে খুলনা।

ধাক্কা সামলে দ্রুত খুলনাকে খেলায় ফিরিয়েছেন আফিফ হোসেন ও উইল বোসিস্টো। শুরুতে সেট হয়ে ধীরে ধীরে রানের গতি বাড়িয়েছেন তারা। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৪২ বলে ৫৬ রান করে আফিফ আউট হলে ভাঙে ১১৩ রানের এই জুটি।  

শেষদিকে ১২ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। আর তাতে দলীয় সংগ্রহটাও দুইশ ছাড়ায়। ৩৭ বলে ৫৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার উইল বোসিস্টো।

রাজশাহীর হয়ে ৩৬ রানে ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। জিশান আলম নিয়েছেন একটি উইকেট।

জবাবে খেলতে নেমে শুরুটা ভালোই করে রাজশাহী। দলীয় ৪৭ রানে হারায় প্রথম উইকেট। জিসান আলম ১৫ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন। পরে আরেক ওপেনার হ্যারিস ১৫ রানে আউট হন।

তিন নম্বরে নেমে রাজশাহীর অধিনায়ক এনামুল হক দুর্দান্ত খেলতে থাকেন। তার ৫৭ বলে অপরাজিত ১০০ রানে ভর করে দুইশো পেরিয়ে যায় রাজশাহী। কিন্তু তার অসাধারণ এই সেঞ্চুরি জয় এনে দিতে পারেনি। এ ছাড়া ইয়াসির আলী ২০ রান ও রায়ান বার্ল ২৫ রান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here