ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ‘সিয়াম শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা সদর উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ সৈয়দ মো: বেলায়েত হোসেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ ইউনুছ, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা বশির উদ্দিন, মাওলানা মোঃ মহিউদ্দিন, মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী, মাওলানা মুহাম্মদ শফিউদ্দিন এবং জমিয়াতুল মোদারেছিন ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোবাশ্বিররুল হক নাঈম।
এসময় বক্তারা মাহে রমজানের পবিত্রতা বর্ণনা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।