মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ‘জয় বাংলা’ লেখা দেখা গেছে। শনিবার দিবাগত রাতের আঁধারে বিএনপি কার্যালয়ে ওই স্লোগান লেখা হয়েছে। এ ঘটনায় রবিবার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম জানান, পুরাতন ফেরিঘাট এলাকার ওই কার্যালয়ে রবিবার সকালে যান নেতাকর্মীরা। এসময় ওই কার্যালয়ের সাঁটারে ‘জয় বাংলা’ স্লোগান লেখা দেখতে পান।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো শ্রীনগরে অবাধে চলাফেরা করছে, এটাই তার প্রমাণ। আওয়ামী লীগের দোসররা চাচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি করতে।
এ ব্যাপারে শ্রীনগর থানার ইন্সপেক্টর তদন্ত শাকিল আহমেদ বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।