টালবাহানা করে লাভ নেই, নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে : আব্বাস

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ যতই টালবাহানা করুক অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে। নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে যত ষড়যন্ত্রই সরকার করুক না কেন বিএনপি আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করবে। 

সোমবার রাজধানীর শাহাজাহানপুরের নিজ বাসভবনে শাহজাহানপুর থানা বিএনপি কতৃক আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন মির্জা আব্বাস।

এ সময় মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আজ শুধু বিএনপি নয়, দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে। এ আন্দোলন দেশকে একনায়কতন্ত্র থেকে রক্ষা করার আন্দোলন। এ আন্দোলন দেশের জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলন। 

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, মানুষ জেগে ওঠেছে। আওয়ামী সরকারের সকল অপকর্ম ও লুটপাটের কথা দেশবাসীসহ পুরো বিশ্ববাসী অবগত। ভালোয় ভালোয় জনগণের কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, নতুবা পালানোর পথ পাবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here