নরসিংদীতে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩

0

নরসিংদীর পলাশে মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাসেদ মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী। রবিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসেদ অটোরিকশাচালক। তিনি নরসিংদী সদর উপজেলার সিলমান্দী এলাকার সুরুজ মিয়ার ছেলে। বাসেদ ঘোড়াশাল পৌর এলাকার খালিশকার টেকে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তবে আহত তিন যাত্রীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  

জানা গেছে, পাঁচদোনা থেকে অটোরিকশায় যাত্রী নিয়ে নিয়ে ঘোড়াশালের উদ্দেশে ফিরছিলেন বাসেদ মিয়া। পথিমধ্যে ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক আসা যাত্রী বোঝাই একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটি ধাক্কা লাগে। এতে অটোরিকশা চালকসহ তিনযাত্রী সড়কে পড়ে যান। তাদের মধ্যে অটোরিকশা চালক গুরুতর আহত হন। স্থানীয়রা মাইক্রোবাসকে আটকে রাখে। পরে এর চালক ও স্থানীয়রা গুরুতর আহত বাসেদকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। আহত যাত্রীকে স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে পথেই মৃত্যু হয় বাসেদ মিয়ার।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকায় নেওয়ার পথে মারা যান বাসেদ মিয়া। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here