শিবচরে ড্রামট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

0

মাদারীপুর জেলার শিবচরে স্কুলে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মো. বাইজিদ হোসাইন (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এর আগে, গত বৃহস্পতিবার সকালে শিবচরের পাঁচ্চরে যাত্রী ছাউনির কাছে রাস্তা পার হবার সময় বালুবাহী ট্রাক শিশুটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে।

মৃত বাইজিদ শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মো. ফারুক শরিফ ও মুন্নি আক্তার দম্পতির ছেলে। সে পাঁচ্চরের এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের পাশে সাইন প্রি ক্যাডেট স্কুল নামক কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে অটোরিকশায় করে বাইজিদকে নিয়ে তার মা মুন্নি আক্তার স্কুল সংলগ্ন যাত্রী ছাউনির কাছে নামেন। সংযোগ সড়ক পার হওয়ার জন্য সড়কের পাশেই দাঁড়িয়ে ছিল শিশু বাইজিদ। এসময় পাঁচ্চর থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে এসে শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় প্রথমে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন চিকিৎসকরা। শনিবার রাতে সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, প্রতিদিনই এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে অসংখ্য ড্রাম ট্রাক বালু নিয়ে যাওয়া-আসা করে। এ সকল ট্রাকের বেশির ভাগ চালকই দেখা যায় অপ্রাপ্ত বয়স্ক। কোন রকম ড্রাইভিং লাইসেন্স নেই এসকল চালকদের। সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে। বৃহস্পতিবার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিশুকে ধাক্কা দেয় একটি ড্রাম ট্রাক। এগুলো বন্ধ করা জরুরি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, মো. বাইজিদ হোসাইন নামের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্র গত বৃহস্পতিবার ট্রাকের ধাক্কায় আহত হলে শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে খবর পেয়েছি। অত্যন্ত দুঃখজনক।  অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here