ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিন বা আইআরজিসি দেশের দক্ষিণ পানিসীমার তীরে নির্মিত একটি নতুন কৌশলগত ভূগর্ভস্থ অস্ত্রাগার (ভূগর্ভস্থ নৌ ঘাঁটি) উন্মোচন করেছে। এই অস্ত্রাগারে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য নৌযানের বিশাল বহর রাখা যাবে।
আইআরজিসি প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এবং আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি গতকাল (শনিবার) এই স্থাপনা উন্মোচন করেন।
নতুন অস্ত্রাগার পরিদর্শনকালে আইআরজিসি প্রধান বলেন, এই স্থাপনাটিতে টর্পেডো লঞ্চিং সিস্টেম এবং মাইন স্থাপনে সক্ষম জাহাজের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক দেশীয়ভাবে তৈরি দ্রুত আক্রমণকারী নৌযানও রয়েছে।
তিনি বলেন, ভূগর্ভস্থ নৌ স্থাপনাটি আইআরজিসির নৌবাহিনীর ক্ষমতার একটি ক্ষুদ্র অংশ মাত্র। মেজর জেনারেল সালামি আরো বলেন, আইআরজিসি নৌবাহিনী অব্যাহতভাবে তার যুদ্ধপ্রস্তুতি এবং প্রতিরক্ষা ক্ষমতা বাড়িয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, ক্ষেপণাস্ত্র সজ্জিত জাহাজ ইরানের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক সীমান্ত রক্ষার জন্য বর্তমানে পারস্য উপসাগরের জলসীমায় টহল দিচ্ছে। দেশীয়ভাবে তৈরি উন্নত এসব জাহাজ যুদ্ধক্ষমতা বাড়িয়ে দিয়েছে এবং আইআরজিসি সবসময় যুদ্ধপ্রস্তুতি বাড়িয়ে চলেছে।
Iran’s Revolutionary Guards unveiled an underground naval missile base at an undisclosed Persian Gulf location on Saturday, footage released by IRGC media and the state TV showed, two days before Trump’s return to the White House. pic.twitter.com/1SFzsodMSo
— Iran International English (@IranIntl_En) January 18, 2025
আইআরজিসি প্রধান কমান্ডার উল্লেখ করেন, এই জাহাজ এবং ক্ষেপণাস্ত্র লঞ্চার ছাড়াও পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর দ্বীপপুঞ্জ ও উপকূলে অন্যান্য ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম নানা ধরনের মিশন পরিচালনার জন্য প্রস্তুত। সূত্র : পার্সটুডে।