অবশেষে জয়ের দেখা পেল জুভেন্টাস

0

ইতালিয়ান লিগে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও এসি মিলান। লিগে টানা তিন ড্রয়ের পর জয়ের দেখা পেল জুভেন্টাস।

শনিবার রাতে ঘরের মাঠের এই জয়ে টেবিলের চারে উঠে এলো টিয়াগো মোতার দল। এদিন একটি করে গোল করেছেন সামুয়েল এমবাঙ্গুলা ও টিম ওয়েহ।

ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর ৫৯তম মিনিটে দলকে এগিয়ে নেন এমবাঙ্গুলা। বক্সের ভেতর থেকে বেলজিয়ান উইঙ্গারের ডান পায়ের শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়। এরপর ৬৪তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ওয়েহ। সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন যুক্তরাষ্ট্রের এই উইঙ্গার।

লিগে টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ের স্বাদ পেল তারা। সবশেষ ৯ ম্যাচে তাদের জয় কেবল দুটি, বাকি সাতটিই ড্র। ২১ ম্যাচে ৮ জয় ও ১৩ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে চারে উঠেছে ইউভেন্তুস। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আটে আছে মিলান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here