খেলার মাঠে মেজাজ হারানো নতুন কিছু নয়। তবে এবার দানিল মেদভেদভ যা করলেন, সেটা সচরাচর দেখা যায় না। অস্ট্রেলিয়ান ওপেনে পরপর দুই ম্যাচেই মেজাজ হারিয়ে অস্বাভাবিক আচরণ করেছেন রাশিয়ান এই তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনে এবার শুরুটাই তেমন ভাল হয়নি মেদভেদভের। সাবেক গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা এবারের আসরের প্রথম রাউন্ডেই হারতে বসেছিলেন। থাইল্যান্ডের কাসিদিত সামরেজের বিপক্ষে ৫ সেটে গড়ানো সেই ম্যাচে প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান মেদভেদেভ। এরপর তৃতীয় সেটেও যখন হারের পথে ছিলেন, তখন আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি।
ম্যাচের এক পর্যায়ে মেজাজ হারিয়ে র্যাকেট দিয়ে নেট ক্যামেরায় পাঁচবার আঘাত করেন মেদভেদভ। এতে রাশিয়ান তারকার র্যাকেট তো ভেঙেছেই, সঙ্গে ভেঙেছে ক্যামেরাও। আর সে কারণে জরিমানাও গুনতে হয়েছে তাকে। কোর্টের সম্পত্তির ক্ষয়ক্ষতি করায় ১০ হাজার ডলার জরিমানা করা হয় তাকে, যা বাংলাদেশি টাকায় ১২ লাখ টাকারও বেশি।
তবে এখানেই শাস্তি শেষ হচ্ছে না মেদভেদভের। প্রথম রাউন্ডে কাসিদিত সামরেজকে কোনোমতে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার পর সে রাউন্ডে আবারও মেজাজ হারিয়েছেন মেদভেদভ। এবার শাস্তি পেয়েছেন আগের চেয়েও বড় অঙ্কের।
১৯ বছর বয়সী লার্নার তিয়েনের বিপক্ষে ম্যাচের এক পর্যায়ে মেজাজ হারিয়ে বিজ্ঞাপনী বিলবোর্ডের দিকে র্যাকেট ছুড়ে মারেন মেদভেদভ। শুধু তাই নয়, ম্যাচ চলাকালে কর্তব্যরত আম্পায়ারের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ান তিনি। ৩-২ সেটে ম্যাচ হারার পর যাননি প্রেস কনফারেন্সেও। এই ৩ অপরাধের কারণে তাকে জরিমানা করা হয়েছে ৬৬ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮০ লাখেরও বেশি।