ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটিকে ভুয়া দাবি করে তা বাতিলের দাবিতে দলটির নেতাকর্মীদের একাংশ বিক্ষোভ সমাবেশ করেছেন।
শনিবার (১৮ জানুয়ারি) ফেনী শহরের ট্রাংক রোডে এ সমাবেশ করেন তারা। এসময় দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা বিএনপির হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুর সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য পেয়ার আহমেদ আকাশের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল হাশেম বাহাদুর, পৌর বিএনপির সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির।
বক্তারা বলেন, কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। যাদের স্থান দেওয়া হয়েছে তাদের কয়েকজন বিগত সময়ে স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছে। বিএনপির আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিল তাদের বঞ্চিত করা হয়েছে। বিক্ষোভে সমাবেশে ঘোষিত কমিটিগুলো প্রত্যাহার করে ত্যাগী ও বঞ্চিতদের নিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা।
এসময় মিছিলকারীরা ‘অবৈধ কমিটি মানি না, মানবো না’, ভুয়া ভুয়া স্লোগানে ফেনী প্রেস ক্লাব এলাকা প্রকম্পিত করে।