বাল্যবিবাহের অভিযোগে বরের কারাদণ্ড

0

পিরোজপুরের কাউখালী উপজেলায় বাল্যবিবাহের প্রস্ততির খবর পেয়ে উপস্থিত হয় ইউএনও(উপজেলা নির্বাহী কর্মকর্তা)। বন্ধ করে দেয় সে বাল্যবিবাহ। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। শনিবার রাতে আটটার দিকে কাউখালী উপজেলার নিলতী গ্রামে এ ঘটনা ঘটেছে। 

বাল্যবিবাহ করার চেষ্টার অভিযোগে দন্ডপ্রাপ্ত বর কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামের আল আমিন খান এর পুত্র রাহাত খান (১৯)।
উপজেলা নিবাহৃী অফিসার সজল মোল্লা জানান, উপজেলার পারসাতুরিয়া গ্রামে একটি বাল্য বিবোহের খবর পেয়ে আমিসহ উপজেলা পুলিশ সেখানে উপস্থিত হই এবং বিবাহ বন্ধ করতে বলি। এসময় বাল্য বিবাহ নিরোধ আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় বর রাহাতকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here