বোমা হামলা করে সংস্কৃতি চর্চা বন্ধের অপচেষ্টা চালানো হয়েছিল : মির্জা আজম

0

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে সাংস্কৃতিক অঙ্গণের গুণী শিল্পীদের যেভাবে সম্মানিত করে যাচ্ছেন, অতীতের কোন সরকার তা করেননি। উল্টো বিএনপি-জামায়াত সরকারের আমলে বোমা হামলা করে সাংস্কৃতিক কর্মীদের হত্যার মাধ্যমে দেশের সংস্কৃতি চর্চাকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল। 

সোমবার জামালপুরে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে  এসব কথা বলেন তিনি।

জামালপুর জেলা শিল্পকলা একাডেমির গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে আয়োজিত সম্মানতা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু, উদীচীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here