শনিবার হালনাগাদ তথ্যে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে ৪৬,৮৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১০,৭২৫ জন আহত হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৩ জন আহত হয়েছেন।
শনিবারের শুরুতে, ইসরায়েলের মন্ত্রিসভা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য হামাসের সাথে একটি চুক্তি অনুমোদন করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এই তথ্য জানিয়েছে।
চুক্তির অধীনে, তিন-পর্যায়ের যুদ্ধবিরতি শুরু হবে। প্রাথমিক ছয় সপ্তাহের একটি পর্যাযয়ে হামাসের হাতে বন্দী জিম্মিদের সাথে ইসরায়েলের বন্দী বন্দীদের বিনিময় করা হবে।
এই পর্যায়ে ৯৫ জন ইসরায়েলি জিম্মির মধ্যে ৩৩ জনকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যাদের মধ্যে নারী, শিশু এবং ৫০ বছরের বেশি বয়সী পুরুষ অন্তর্ভুক্ত। প্রথম পর্যায়ের শেষ নাগাদ ইসরায়েলি কারাগারে বন্দী ১৯ বছরের কম বয়সী সকল ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে ইসরায়েল।
গাজা কর্তৃপক্ষের মতে, ইসরায়েলি বাহিনী এবং হামাসের মধ্যে যুদ্ধ গাজার ব্যাপক নগরায়ণকে ধ্বংস করে দিয়েছে এবং যুদ্ধপূর্ব ২.৩ মিলিয়ন জনসংখ্যার বেশিরভাগকে বেশ কয়েকবার বাস্তুচ্যুত করেছে।
ক্ষুধা, ঠান্ডা এবং অসুস্থতার কারণে গাজার বেসামরিক নাগরিকরা মানবিক সংকটের মুখোমুখি হয়েছে। যুদ্ধবিরতি চুক্তিতে সহায়তা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো খাদ্য, জ্বালানি, ওষুধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহ চালুর জন্য গাজার সীমান্তে সাহায্যের ট্রাক সারিবদ্ধ করেছে।