শ্যুটিং স্পটে ছাদ ভেঙে পড়ল অর্জুন কাপুরের উপর

0

বলিউডে ঘটে যাচ্ছে একের পর এক যত অঘটন-অঘটন! সম্প্রতি নায়ক সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের ঘটনায় স্তব্ধ পুরো বলিউড। এরই মধ্যে জানা গেল, এক শ্যুটিং স্পটে ছাদ ভেঙে পড়ে অভিনেতা অর্জুন কাপুরের ওপর। ফলে অল্পের জন্য বেঁচে যান অর্জুন ও তার সহকর্মীরা।

ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শ্যুট করছিলেন অর্জুন কাপুর। তখনই অর্জুন কাপুরের মাথায় ভেঙে পড়ে ছাদের একটি অংশ।

এ সময় অর্জুন কাপুরের সঙ্গে তার সহ-অভিনেতা জ্যাকি ভাগনানি এবং পরিচালক মুদাস্সির আজিজও ছিলেন। তারা সকলে কেমন রয়েছেন, সেটা যদিও জানা যায়নি এখনও।

তাদের টিমের কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি বলেন, ‘আমার চোখ তখন মনিটরে। আচমকাই দেখি ছাদ ভেঙে পড়ল চোখের সামনে। ঈশ্বরের কৃপায় পুরো ছাদটা ভেঙে পড়েনি আমাদের মাথার ওপর। তাহলে আরও বড়সড় বিপদ ঘটতে পারত।’ 

বিজয় আরও বলেন, ‘এই ধরনের বাড়িগুলোকে আমরা প্রায়ই লোকেশন হিসেবে ব্যবহার করি। এটাও ভাবি যে, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অন্তত সমস্ত সুরক্ষা নিশ্চিত করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here