মুন্সিগঞ্জে ৭ ডাকাত গ্রেফতার, লুটকৃত মালামাল ও অস্ত্র উদ্ধার

0

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় ডাকাতির ঘটনায় জড়িত ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। লুটকৃত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।  

গ্রেফতারকৃত ডাকাতগণ হলো মো. রুবেল হোসেন (৩৭), মো. সালাউদ্দিন চৌকিদার (৩৭), মো. সজিব মিয়া (২৫), মো. ফয়সাল (২৭), মিলন (৩৮), মো. ওবায়দুল হক সুমন (২৭), উজ্জ্বল দাস (৪৮)।  

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, শ্রীনগর থানায় ৬ জানুয়ারি একটি মামলা হয় যার নং ১০। ৫ জানুয়ারি রাত ২.৪৫ মিনিটে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শিবরামপুর সাকিনে বাদী রওশন আরার বসত বিল্ডিংয়ে অজ্ঞাতনামা ১০-১২ জন ডাকাত বাদীর বাড়ির দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। তাদের কাছে থাকা ধারালো অস্ত্রের মুখে বাদীর দুই হাতসহ মুখ বেঁধে এবং তার শিশু কন্যাকে অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে। পরে স্টিলের আলমারির চাবি নিয়ে আলমারির লকার খুলে লকারে থাকা স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। বাদীর বাড়িতে ডাকাতির পরপরই ডাকাতদল বাদীর চাচাতো ভাই রেজানুর রহমান রতনের ২য় তলা বসত বিল্ডিংয়ে প্রবেশ করে এবং তাদেরও একইভাবে অস্ত্রের মুখে জিম্মি করে খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে তাদের স্টিলের আলমারির লকার ভেঙে লকারে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল ফোন লুট করে।  

তাৎক্ষণিক শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করে আসামি শনাক্তের চেষ্টা করে। পরবর্তীতে, পুলিশ সুপার, মুন্সিগঞ্জ মহোদয়ের দিক-নির্দেশনায় শ্রীনগর থানা এবং মুন্সিগঞ্জ ডিবির একাধিক চৌকস টিম অভিযানে নামে। তারা তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে এবং দেশের বিভিন্ন জেলায় একাধিক অভিযান পরিচালনা করে মোট ৭ জন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুটকৃত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here